• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী : শফিক চৌধুরী 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৪০ পিএম;
ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী : শফিক চৌধুরী 
ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী : শফিক চৌধুরী 

সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নে যুক্তরাজ্যস্থ প্রতিষ্ঠিত আর্তমানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে'র অর্থায়নে পবিত্র রমজান উপলক্ষে এলাকার হতদরিদ্র পরিবারে হাতে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। .

খাজাঞ্চি ইউনিয়নের সাবেক ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর চেয়ারম্যান ও সময় সিলেট মিডিয়ার চেয়ারম্যান দানবীর সেলিম আহমেদ এর ব্যবস্থাপনায় একশত ১০ টি পরিবারের হাতে আজ খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবন, পেঁয়াজ, ছোলা, তেল, ও আলু। .

২১শে মার্চ দুপুর ২ঘটিকায় ট্রাস্টের উপদেষ্টা কমিটির সভাপতি হাজী তেরা মিয়ার সভাপতিত্বে শাহ আজিজুর রহমান মনর ও শাহ সিদ্দিকুর রহমান চিশতির সঞ্চালনায় খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী। .

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন; গনতন্ত্রের মানস কন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ক্ষুধা,দারিদ্র্য, সন্ত্রাস, দূর্ণীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতির জনকের কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী অত্যান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি তিনির মাধ্যমে আমাদের সুখ শান্তি ও সমৃদ্ধি অর্জিত হবে। তিনি আরো বলেন; সেলিম আহমেদের মতো সমাজে আরো যারা বিত্তবান আছেন, তারা সবাই সাহায্যের হাত বাড়িয়ে এগিয়ে এলে  এলাকার মানুষের মধ্যে সুখ শান্তি ফিরে আসবে।.

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য ( বিশ্বনাথ ৬) এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই জিহাদি, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোসাদ্দিক হোসেন সাজুল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহীন উদ্দিন, ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক ও উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সায়েস্তা মিয়া। .

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সময় সিলেটের সম্পাদক আ ক ম এনামুল হক মামুন, ৫ নং ওয়ার্ড সদস্য আব্দুর রব রাজু, উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক এস.পি সেবু, সাংবাদিক সমুজ আহমদ সায়মন, সাংবাদিক সুহেল আহমদ, সাংবাদিক আব্দুল কাঈুম, কবি লাহিন নাহিয়ান, ট্রাস্টি শামীম আহমদ, মামুন আহমদ, আকিক আহমেদ, সালমান আহমেদ, শামীম আহমদ (২), আব্দুল কাইয়ুম প্রমুখ।. .

ডে-নাইট-নিউজ / সায়েস্তা মিয়া, স্টাফ রিপোর্টার

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ